Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল

চিরিরবন্দর, দিনাজপুর এর রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলি


১.১ রূপকল্প (Vision)

সকলের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহকরণ


১.২ অভিলক্ষ্য (Mission)

প্রাণিসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের (Value addition) মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ

202-202 A_©eQ‡ii সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

  • গবাদিপশুর জাত উন্নয়নে ০.১০৬৮ লক্ষ প্রজননক্ষম গাভী/বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনয়ন এবং ০.০.০৪০৪৫ লক্ষ সংকর জাতের অধিক উৎপাদনশীল বাছুর উৎপাদন করা


  • গবাদিপশু-পাখির রোগ প্রতিরোধে ০.০০৯৬৫ কোটি মাত্রা টিকা প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমের সম্প্রসারণ ঘটানো হবে ও নজরদারি ব্যবস্থা জোরদারে ২০ ডিজিজ সার্ভিলেন্স পরিচালনা করা হবে। রোগ প্রতিকারে ০০.০০৩২২ কোটি গবাদিপশু ও ০.০১৬০৭ কোটি পোল্ট্রিকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে ০.৭৮৯৬ লক্ষ খামারিকে প্রশিক্ষণ প্রদান ও ৭৫ টি উঠান বৈঠক পরিচালনা করা হবে।


  • নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে ১০৮টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্র্শন, ৪০জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং ৩টি মোবাইল কোর্ট বাস্তবায়ন করা হবে।

১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র


        ১.৩.১ দাপ্তরিক কর্মসম্পাদনের ক্ষেত্র

 

১. গবাদিপশু-পাখির চিকিৎসা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ

২. মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

৩. নিরাপদ প্রাণিজাত পণ্য (দুধ, মাংস ও ডিম) উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা


১.৩.২ সুশাসন ও সংস্করমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র


১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ

  • শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন
  • ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন
  • তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন
  • অভিযোগ প্রতিকার কর্মপকিল্পনা বাস্তবায়ন
  • সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন


১.৪ কার্যাবলি (Functions)

 

১.   জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন প্রযুক্তি সম্প্রসারণ এবং সংকর জাতের বাছুরের তথ্য সংগ্রহ ।

২.   টিকা প্রদান, ডিজিজ সার্ভিলেন্স, নমুনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ।

৩.   গবাদিপশু-পাখি ও পোষা প্রাণীর চিকিৎসা প্রদান ।

৪.   গবাদিপশুর পুষ্টি উন্নয়নে স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ ।

৫.   প্রাণিসম্পদের সম্প্রসারণ ও খামার ব্যবস্থাপনার উন্নয়নে উঠান বৈঠক আয়োজন ও প্রশিক্ষণ প্রদান


৬.   মাংস প্রক্রিয়াজাতকারী প্রশিক্ষণ, খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্শন, বাণিজ্যিক খামার রেজিষ্ট্রেশন ও নবায়ন এবং মোবাইল কোর্ট বাস্তবায়নের মাধ্যমে মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদন।

৭.   নিরাপদ প্রাণিজ পণ্য যেমন - দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি ।